রবি সিমে একদম ফ্রীতে ৫০০ এমবি + ২০ মিনিট নিন ২০২৪





আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনারা রবি সিম দিয়ে (৫০০ এমবি+২০ মিনিট) একদম ফ্রীতে নিবেন। অতিবৃষ্টিতে কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা জেলার যেইসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব এলাকার সকল গ্রাহককে কানেক্টেড থাকতে রবি দিচ্ছে ফ্রি মিনিট ও ইন্টারনেট। শর্ত দেওয়া থাকলে ও অফার টা সবাই পাবেন আশা করি।

শর্ত প্রযোজ্য।
*৮৮৮# ডায়াল করে জেনে নিন অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা।

তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান

২. তারপর রবি সিম দিয়ে *২১২*১# ডায়াল করুন।

৩. ডায়াল করার পর Thank you স্কিনশট অনুযায়ী লিখা আসবে
৪, তারপর কিছুক্ষন পর ফিরতি মেসেজ আসবে
৫. তারপর রবি অ্যাপ দিয়ে চেক দিয়ে দেখুন

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ ???
আল্লাহ হাফেজ ❤


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url